অনাস্থার আগেই মুর্শিদাবাদে সভাধিপতির পদ ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ মোশারফ হোসেন
মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানান, আগামী ২৪ মে মোশারফের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনত তৃণমূল
বিধানসভার ফল বদলে দিয়েছে পঞ্চায়েত-জেলা পরিষদ স্তরের সমীকরণও। মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু ঘনিষ্ঠ মোশারফ হোসেন।
মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান জানান, আগামী ২৪ মে মোশারফের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনত তৃণমূল। পাশাপাশি তাঁর সঙ্গে যাঁরা ভোটের মুখে তৃণমূল ত্যাগ করে কংগ্রেস গিয়েছিলেন তাঁদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল।
তৃণমূলের অনাস্থা প্রস্তাব আনার প্রয়োজন হল না। বুধবার রাতেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগ করলেন মোশারফ হোসেন।
মোশারফ হোসেনের কংগ্রেসে পথ চলা শুরু অধীর চৌধুরীর হাত ধরে। পরবর্তীতে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার অবসার্ভারের দায়িত্ব নিলে, শুভেন্দুর হাত ধরে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তৃণমূলে যোগ দেন মোশারফ।
পঞ্চায়েত ভোটের পর জেলা পরিষদের সভাধিপতিও হন। কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগ দিলে দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন শুভেন্দু ঘনিষ্ঠ মোসারফ। তৃণমূল তাঁকে বহিষ্কার করে। যদিও সেই সময় বিজেপিতে যাননি। ফিরে জান পুরোনো দল কংগ্রেসেই। দল ত্যাগ করলেও জেলা পরিষদের সভাপতির পদ ছাড়েননি তিনি।
পুরোনো দলে ফিরে এসে টিকিটও পান মোশারফ। নওদায় হেরে যান, আর তারপরেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।
Comments are closed.