‘মা’ অভিধানে থাকা একটি শব্দ নয়, এর অর্থ অনেক, মায়ের জন্মদিন ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মায়ের জন্মদিন উপলক্ষ্যে গুজরাটের গান্ধী নগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ১০০ বছরের জন্মদিন মোদীর মা হীরাবেন মোদীর। সেই উপলক্ষ্যে গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মায়ের পা ধুয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, তিনি নিজের ওয়েবসাইটে একটি ব্লগও লেখেন। সেখানে লেখেন তাঁর কাছে মা শব্দের অর্থ কী।গান্ধীনগরের কাছে নরেন্দ্র মোদীর ছোট ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন মা হীরাবেন মোদী। সেই বাড়িতে ১৭ তারিখ সন্ধ্যায় পৌঁছে যান নরেন্দ্র মোদী।
তিনি তার ব্লগে লেখেন, মা অভিধানে থাকা একটি শব্দ নয়। এই কথার মানে আবেগ, ভালবাসা, ধৈর্য্য, বিশ্বাস ও আরও অনেক কিছু। সারা পৃথিবীজুড়ে প্রতিটি শিশুর তাঁর মায়ের জন্য বিশেষ একটা জায়গা থাকে। মা একটি শিশুকে শুধু জন্মই দেয় না, তাঁকে বড় করে তোলে, তাঁকে বাঁচিয়ে রাখে।
প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন উপলক্ষ্যে মোদীর শহরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি গণ আহারের আয়োজন করা হয়েছে। গান্ধী নগরের একটি রাস্তা মোদীর মায়ের নামে করা হয়েছে।
Comments are closed.