গ্রাম বাংলার প্রতিভাদের জন্য প্ল্যাটফর্ম করে দিতে চাই, ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বললেন অভিষেক
একটি লোকসভা কেন্দ্রের নামে ফার্স্ট ডিভিশন ফুটবল ক্লাব বাংলার ইতিহাসে এই প্রথম। ২০১৯ সালে নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন। ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই একটি ফুটবল ক্লাব শুরু করবেন তিনি। সেই মতো নববর্ষের দিন থেকে পথচলা শুরু করল তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’, যার ট্যাগ লাইন ‘দমদার হারবার ডায়মন্ড হারবার’। এদিন ক্লাবের জার্সি এবং লোগো আত্মপ্রকাশের অনুষ্ঠানে এসে অভিষেক জানালেন, কেন তিনি ক্লাবের পরিকল্পনা করেছিলেন। তাঁর কথায়, গ্রাম বাংলায় প্রচুর প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক ঠাক প্ল্যাটফর্মের অভাবে যাঁদের প্রতিভা অচিরেই নষ্ট হয়ে যাচ্ছে। আর সেখান থেকেই ক্লাব তৈরির ভাবনা।
তৃণমূল সাংসদের কথায়, ২০১৯ সালে আমি ঘোষণা করেছিলাম খুব শীঘ্রই একটা ফুটবল ক্লাব শুরু করব। ২০১৭ সাল থেকে এমপি কাপ শুরু করেছি। আমি লক্ষ্য করেছি গ্রাম বাংলার যে ধরণের প্রতিভা ছড়িয়ে রয়েছে, তাঁদের জন্য যদি সঠিক প্ল্যাটফর্ম করে দিতে না পারি, তাঁদের প্রতিভার সঠিক বিচার যদি করতে না পারি, প্রতিভাকে উন্নত করার চেষ্টা করতে না পারলে দায়বদ্ধতা থেকে আমরা নিজেদের সরিয়ে রাখছি। সেই সঙ্গে এদিনের অনুষ্ঠানে নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।
এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান, সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানে অভিষেকের আর্জি, জাতি, ধর্ম রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই ডায়মন্ড হারবার ক্লাবের পাশে দাঁড়াক। বললেন, আপনি বিজেপি করলেও আপনাকে স্বাগত, সিপিএম করলেও কংগ্রেস করলেও ক্লাবে আপনাকে স্বাগত। রাজনীতি করলেও স্বাগত না করলেও স্বাগত। আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। রাজনীতি যার যার, ফুটবল সবার।
Comments are closed.