পৃথিবীর সবথেকে সুন্দর স্নানঘর রয়েছে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির, স্ত্রীর পায়ের তলে পৃথিবীর সমস্ত সুখ এনে হাজির করেছেন মুকেশ আম্বানি
ভারত তথা গোটা এশিয়া মহাদেশের সেরা দশজন ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। আম্বানি কে চেনেন না এমন কেউ নেই। তার কুবেরের ধনের জন্য তাকে দেশের প্রতিটি মানুষই চেনেন। মুম্বাইতে স্ত্রী সন্তান নিয়ে সপরিবারে বসবাস করেন মুকেশ আম্বানি। মুম্বাইয়ের সবথেকে সুন্দর বড় বিলাসবহুল বাড়ি এন্টিলিয়া তারই বাসস্থান। এই এন্টিলিয়াকের শুধুমাত্র ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর সবথেকে সুন্দর বাড়ি বলে গণ্য করা হয়। এই বাড়ির ভেতরে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। সুইমিংপেল থেকে শুরু করে গেম সেন্টার জিম সবকিছু উপস্থিত রয়েছে এই বাড়িতে। তবে আজ আপনার সঙ্গে ভাগ করে নেব এই বিলাসবহুল অন্তর মহলের নিতা আম্বানির ব্যবহৃত স্নানা ঘরের কথা।
মুকেশ আম্বানি সবথেকে ধনী ব্যক্তি হওয়ার সুবাদে তার পরিবারের প্রতিটি সদস্য বিলাসবহুল জীবন যাপন কাটান। বিশেষ করে স্ত্রী নিতা আম্বানির পায়ের তলায় মুকেশ আম্বানির সমস্ত রকম সুখ সুবিধা এনে রেখেছেন। তাই বিলাসবহুল এই বাড়ির সবথেকে সুন্দর সুসজ্জিত স্নান ঘরটি নিতা আম্বানির জন্য বরাদ্দ। এটি হল একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক বাথরুম। এখানে প্রযুক্তির সাহায্যে তাপমাত্রা থেকে শুরু করে সাওয়ারের জল সবই সেট করা যায়। এছাড়া এটি হল নেচার ফ্রেন্ডলি বাথরুম। অর্থাৎ স্নানের সময় আপনি আপনার পছন্দমত পরিবেশ তৈরি করে নিতে পারবেন। কম্পিউটারের সাহায্যে বাথরুমের দেওয়ালে ফুটিয়ে তুলতে পারবেন আপনার পছন্দের দৃশ্য। বাথরুমের দেওয়ালগুলিতে লাগানো আছে স্ক্রিন। সেখানে নিজের ইচ্ছেমত চিত্র ফুটিয়ে তোলা যায়। এই বাথরুমেই নাকি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন নিতা আম্বানি।
এছাড়াও আম্বানির এই বিলাসবহুল বাড়ির ভেতরে রয়েছে প্রাইভেট মুভি থিয়েটার, যেখানে ৫০ জন একসাথে বসে ছবি দেখার সুবিধা রয়েছে। এছাড়াও এরমধ্যে রয়েছে সুইমিং পুল, জাকুজি, ডান্স স্টুডিও, যোগা সেন্টার, স্পা, জিম, আইসক্রিম পার্লার, কার পার্কিং, লিফট, গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস ইত্যাদি আরও নানা সুযোগ-সুবিধা। এছাড়াও মোট ৬০০ জন কর্মচারী রয়েছে, মুকেশ আম্বানির বাড়িতে।
Comments are closed.