বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে এখনও নারদা কাণ্ডে অভিযুক্ত ‘চৌকিদার’ মুকুলের কীর্তি! ট্যুইট করলেন সেলিম
নারদা কাণ্ডে অভিযুক্ত ছিলেন মুকুল রায়। চিট ফাণ্ড মামলায় তাঁকে ডেকেছিল সিবিআইও। তখন তিনি তৃণমূলের নেতা। তখন তাঁর বিরুদ্ধে লাগাতার অভিযোগ আনতো বিজেপি। সিদ্ধার্থ নাথ সিংহ ধর্মতলার মঞ্চে বলেছিলেন, ‘ভাগ মুকুল ভাগ’। সেই মুকুল এখন বিজেপিতে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় তিনিও হয়েছেন চৌকিদার মুকুল রায়।
আর এখানেই হয়েছে মুশকিল। মুকুলের সেই নারদা কাণ্ডের ভিডিও ফুটেজ, যা তিনি তৃণমূলে থাকার সময় নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছিল বিজেপি, তা আর সরানো হয়নি। আর তা নিয়েই ট্যুইট করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সেলিমের এই ট্যুইটেই বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির।
সম্প্রতি চৌকিদার ইস্যুতে আড়াআড়ি ভাগ হয়েছে রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুইটার হ্যান্ডেলে নাম বদলে করে দিয়েছেন চৌকিদার নরেন্দ্র মোদী। সেই দেখে বিজেপির তাবড় নেতা-নেত্রীর ট্যুইটার অ্যাকাউন্টে চৌকিদার শব্দটি নিঃশব্দে ঢুকে পড়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরও সেই ঢেউয়ে গা ভাসিয়ে ট্যুইটার হ্যান্ডেলে নিজের নামের সামনে বসিয়েছিলেন চৌকিদার শব্দটি। তারপরেই অভিনেতা রেনুকা সাহানি ট্যুইট করেন, ‘আকবরও চৌকিদার! তা হলে তো দেশের মহিলারা একেবারেই নিরাপদ নন।’ যদিও বিতর্কে ইতি টেনে এম জে আকবর তড়িঘড়ি ‘চৌকিদার’ হঠিয়েছেন। কিন্তু বাকিদের নামের আগে চৌকিদার আজও বহাল। ঠিক যেমন দিল্লির পথ অনুসরণ করে বাংলার বিজেপি নেতাদেরও নামের আগে চৌকিদার বসানোর কাজ সারা। চৌকিদার নরেন্দ্র মোদী কিংবা চৌকিদার অমিত শাহের মতোই এ রাজ্যেও মুকুল রায় হয়েছেন চৌকিদার মুকুল রায়। এই প্রেক্ষিতেই এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। যা বিড়ম্বনা বাড়াল বিজেপির।
সাংবাদিক ম্যাথু স্যামুয়েলের স্টিং অপারেশন নিয়ে একসময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ফুটেজে দেখা গিয়েছিল তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী টাকা নিচ্ছেন। ম্যাথুর অভিযোগ ছিল, লেন্সে ধরা পড়েছে নেতা-নেত্রীদের ঘুষ নেওয়ার ছবি। নির্বাচনী প্রচারে সেই ভিডিও ফুটেজ ঢালাও ব্যবহার করেছে বিজেপি সহ অন্যান্য তৃণমূল বিরোধী দল। তদন্ত করেছে সিবিআই।
তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়। কিন্তু বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে এখনও নারদা ফুটেজে চৌকিদার মুকুল রায়ের সশব্দ উপস্থিতি! যে ফুটেজকে সম্বল করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা, সেই ফুটেজে বিজেপিরই বর্তমান নেতা চৌকিদার মুকুলের উপস্থিতি স্বভাবতই বিড়ম্বনায় ফেলেছে বিজেপি নেতৃত্বকে। সোমবার ভিডিও ফুটেজটি ট্যুইট করেন সিপিএম সাংসদ এবং পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তারপরই নেটিজেনদের মধ্যে হাসির খোরাক হয়ে ওঠে এই ফুটেজটি। একজনের ট্যুইট, ‘এবার বুঝলেন তো, চৌকিদারই চোর’?
Comments are closed.