বিজেপির অনুগত সৈনিক হিসেবেই লড়াই চলবে, জল্পনায় জল ঢেলে ট্যুইট মুকুলের

তৃণমূলে ফেরার জল্পনায় জল ঢাললেন মুকুল রায়। ট্যুইট করে জানালেন, রাজ্যে গণতন্ত্র রক্ষায় বিজেপির সৈনিক হিসেবে আমার লড়াই জারি থাকবে।

২ মে ফল বেরনোর পর থেকেই ধোঁয়াশা চলছে মুকুল কি তৃণমূলে ফিরছেন? বিধায়ক হিসেবে জীবনে প্রথমবার শপথ নেওয়ার দিন ৬৬ বছরের মুকুল রায়ের গতিবিধিতে জল্পনা অক্সিজেন পায়। গুঞ্জন শুরু হয় মুকুল রায় তৃণমূলে ফিরছেন। মুকুল নিজেও জানিয়েছিলেন, সঠিক সময় মুখ খুলবেন। তারপর মুখ না খুলে ট্যুইট করলেন নতুন বিধায়ক।

লিখলেন, বাংলায় গণতন্ত্র রক্ষায় বিজেপির সৈনিক হিসেবেই কাজ করে যাবো। আমি সবাইকে জল্পনা বন্ধ রাখার অনুরোধ করছি। আমি আমার রাজনৈতিক পথে অনড় আছি।

 

তৃণমূলে ফিরছেন না মুকুল রায়। বরং বিজেপির অনুগত সৈনিক হিসেবেই কাজ করবেন তিনি। ট্যুইটে বর্ষীয়ান নেতা এই কথা জানিয়ে দেওয়ার পর কি জল্পনা কমবে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Comments are closed.