কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতা পুরভোটের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। আর এই ভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সেই দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর দাবি করে বিজেপি। এর আগে সোমবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়েও এই দাবি তোলে বিজেপি। বিজেপির অভিযোগ, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে রাজ্য পুলিশ। তাই তাদের হাত ধরে কোনও ভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব নয়। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বিজেপি দাবি করেছে, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। আর এরপর রাজ্যপালের দ্বারস্থ হল রাজ্য বিজেপি।
Comments are closed.