মুর্শিদাবাদ জেলায় মোট ২২ টি বিধানসভা কেন্দ্র। এরমধ্যে সপ্তম দফায় ভোট হয়েছে ১১ আসনে। বাকি ১১ আসনে ভোট অষ্টম দফায়। এই আসনগুলি হল- খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি
দেখে নেব এই আসনগুলিতে ২০১৬ আর ২০১৯ এর ভোটে কী ফল ছিল?
খড়গ্রাম কেন্দ্রে ২০১৬ সালে জিতেছিলেন কংগ্রেসের আশিস মারজিত। ২০১৯ সালে এই কেন্দ্রে প্রায় ৩০ হাজারের লিড নেয় তৃণমূল।
এই ভোটে এখানে তৃণমূল প্রার্থী আশিস মারজিত। কংগ্রেস প্রার্থী বিপদ তারণ বাগদী। বিজেপি প্রার্থী আদিত্য মৌলিক। সিপিএম প্রার্থী তুলু বালা দাস।
বড়ঞাঁ কেন্দ্রে ২০১৬ সালে জেতেন কংগ্রেসের প্রতিমা রজক। ২০১৯ সালে এই কেন্দ্রে লিড কংগ্রেসের।
এই ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিয় কুমার দাস। তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহা। কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার।
২০১৬ সালে কান্দি বিধানসভায় জেতেন কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার (৮১,৭২৩)। হারেন তৃণমূলের শান্তনু সেন (৬০,৯৪৩)। ২০১৯ সালে এই কেন্দ্রে লিড ধরে রেখেছে কংগ্রেস।
এবার বিজেপি প্রার্থী গৌতম রায়। তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার। কংগ্রেস প্রার্থী শফিউল আলম খান।
ভরতপুর কেন্দ্রে গত বিধানসভায় জয় পান কংগ্রেসের কমলেশ চ্যাটার্জি (৫৯,৭৮৯)। দ্বিতীয় তৃণমূলের খাঁদু দস্তেগির পেয়েছিলেন ৪৮৭৭২ ভোট। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে ৭,৬৮৯ ভোটে এগিয়ে যান কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বহরমপুর লোকসভা আসনের প্রার্থী অপূর্ব সরকার।
এবার বিজেপি প্রার্থী ইমন কল্যাণ মুখার্জি। তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জি।
২০১৬ সালে রেজিনগর কেন্দ্রে জিতেছিলেন কংগ্রেসের রবিউল আলম চৌধুরী। তিনি পেয়েছিলেন মোট ৭৯,৭৭০ ভোট। দ্বিতীয় হন নির্দল প্রার্থী হুমায়ুন কবির (৭৪,২১০)। ২০১৯ সালের লোকসভায় ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবার তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। বিজেপি প্রার্থী অরবিন্দ বিশ্বাস। কংগ্রেস প্রার্থী কাফুরুদ্দিন শেখ।
বেলডাঙ্গা আসনে গত বিধানসভায় জেতেন কংগ্রেসের শেখ সইফুজ্জামান। ২০১৯ সালে এই কেন্দ্রে ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এই ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমিত ঘোষ। তৃণমূল প্রার্থী হাসানুজ্জামান শেখ। কংগ্রেসের শেখ সইফুজ্জামান।
বহরমপুর বিধানসভা আসনে জেতেন কংগ্রেসের মনোজ চক্রবর্তী (১,২৭,৭৬২)। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে প্রায় ৯০ হাজার ভোটে এগিয়ে কংগ্রেস।
এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী নারু গোলাপ মুখার্জি। বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী।
হরিহরপাড়া কেন্দ্রে গত বিধানসভায় তৃণমূলের নিয়ামত শেখ ৭১৫০২ ভোট পেয়ে জয়ী হন। কংগ্রেসের আলমগির মীর পলাশ পান ৬৬৪৯৯ ভোট। ২০১৯ সালে এই কেন্দ্রে ২০ হাজার ভোটের লিড ধরে রেখেছে তৃণমূল।
এবার বিজেপি প্রার্থী তন্ময় বিশ্বাস। তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ। কংগ্রেস প্রার্থী মীর আলমগীর।
নওদা কেন্দ্রে ২০১৬ সালের ফল বলছে জয় পেয়েছিলেন কংগ্রেসের আবু তাহের খান। ২০১৯ সালে এই কেন্দ্রে ২ হাজারের কম ভোটে এগিয়ে তৃণমূল।
এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান। বিজেপি প্রার্থী অনুপম মণ্ডল। কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন মণ্ডল।
২০১৬ সালের ভোটে ডোমকোল আসনে সিপিএমের আনিসুর রহমান ৭১৭০৩ ভোট পেয়ে জয়ী হন। তৃণমূলের সৌমিক হোসেন পেয়েছিলেন ৬৪,৮১৩ ভোট। ২০১৯ সালে তৃণমূল ১৩ হাজারের লিড নেয়।
এবার বিজেপি প্রার্থী বিয়ম্ম মণ্ডল। তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম। সিপিএম প্রার্থী মহঃ মোস্তাফিজুর রহমান।
জলঙ্গিতে বিধানসভা ভোটে সিপিএমের আব্দুর রেজ্জাক ৯৬,২৫০ ভোট পান। তৃণমূলের অলোক দাস ৭০,৯৮৩ ভোট পান। ২০১৯ সালে এই কেন্দ্রে ২৫ হাজারের মতো ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে এবার সিপিএম প্রার্থী সইফুল ইসলাম মোল্লা। বিজেপি প্রার্থী চন্দন মণ্ডল। তৃণমূল প্রার্থী আব্দুর রেজ্জাক।
Comments are closed.