মুর্শিদাবাদের ১১টি কেন্দ্রে ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এ কী ফলাফল কী ছিল?

মুর্শিদাবাদ জেলায় মোট আসন ২২ টি। এরমধ্যে ১১টি কেন্দ্রে ভোট হবে সপ্তম দফায়। বাকি ১১ কেন্দ্রে ভোট অষ্টম দফায়। সপ্তম দফায় ভোট ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম কেন্দ্রে।

একনজরে দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯ সালে কী ফল ছিল?

২০১৬ সালে ফারাক্কা কেন্দ্রে জেতেন কংগ্রেসের মইনুল হক (৮৩,৩১৪)। ৫৫,১৪৭ ভোট পেয়ে দ্বিতীয় হন তৃণমূলের মহম্মদ মোস্তাফা। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে কংগ্রেস।
একুশের ভোটে এই আসনে কংগ্রেস প্রার্থী করেছে মইনুল হককেই। বিজেপি প্রার্থী করেছে হেমন্ত ঘোষকে। তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম।

সামসেরগঞ্জ কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের আমিরুল ইসলাম। ২০১৯ সালে এই কেন্দ্রে এগিয়ে কংগ্রেস।
এই কেন্দ্রে ভোটগ্রহণ আপাতত স্থগিত। কোভিড সংক্রমিত হয়ে কংগ্রেস প্রার্থী রিজাউল হক মারা যান। সেইকারণে ভোট হবে ১৩ মে।

সুতি কেন্দ্রে গত বিধানসভায় কংগ্রেসের হুমায়ুন রেজা জয় পান। ২০১৯ সালের লোকসভায় এগিয়ে তৃণমূল।
এবার তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস। কংগ্রেস প্রার্থী হুমায়ুন রেজা। বিজেপি প্রার্থী করেছে কৌশিক দাসকে।

জঙ্গিপুর বিধানসভায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের জাকির হোসেন (৬৬,৮৬৯)। ২০১৯ লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে ভোট হবে ১৩ মে।

২০১৬ সালে রঘুনাথগঞ্জ কেন্দ্রে জেতেন কংগ্রেসের আখতারুজ্জামান। ২০১৯ সালের লোকসভার ফলে এই আসনে এগিয়ে যায় তৃণমূল।
এবার তৃণমূল প্রার্থী আখরুজ্জামান। কংগ্রেস প্রার্থী আবুল কাশেম বিশ্বাস। বিজেপির টিকিটে লড়াই করছেন গৌতম মোদাশ্বের।

সাগরদিঘি আসনে ২০১৬ সালে জেতেন তৃণমূলের সুব্রত সাহা (৪৪,৮১৭)। ২০১৯ সালে এই কেন্দ্রে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এবারও তৃণমূল প্রার্থী সুব্রত সাহা। বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। এম হাসানুজ্জামান কংগ্রেস প্রার্থী।

লালগোলা বিধানসভায় গতবার জেতেন কংগ্রেসের আবু হেনা (১,০০,১১০)। দ্বিতীয় তৃণমূলের চাঁদ মোহম্মদ পান ৪৬,৬৩৫ টি ভোট। ২০১৯ সালে ১৮,৫৪০ ভোটের লিড নিয়েছে তৃণমূল।
একুশের ভোটে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্পনা ঘোষ। কংগ্রেস প্রার্থী এবু হেনাই। তৃণমূল প্রার্থী আলি মহম্মদ।

ভগবানগোলা বিধানসভায় ২০১৬ সালের ফল অনুযায়ী জিতেছিলেন সিপিএমের মহসিন আলি (১,০৫,০৩৭)। ২০১৯ সালে এই কেন্দ্রে প্রায় ২৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবার ভোটে এখানে সিপিএম প্রার্থী মহম্মদ কামাল হোসেন। তৃণমূল প্রার্থী ইদ্রিস আলি। বিজেপি প্রার্থী করেছে মেহবুব আলমকে।

রানিনগর বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালে জয় পান কংগ্রেসের ফিরোজা বেগম। যদিও তৃণমূলের ৪০ হাজার ভোটের লিড আছে ২০১৯ লোকসভার ফলে।
এবার তৃণমূল প্রার্থী আব্দুল সৌমিক হোসেন। বিজেপির টিকিটে লড়ছেন মাসুয়ারা খাতুন। কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম।

মুর্শিদাবাদ কেন্দ্রে ২০১৬ সালে কংগ্রেসের শাওনি সিংহ রায় জেতেন। তৃণমূল প্রার্থীর সঙ্গে জয়ের ব্যবধান ছিল প্রায় ২৫ হাজার। ২০১৯ সালে মুর্শিদাবাদে ৩ হাজারের বেশি ভোটে লিড আছে বিজেপির।
এবার কংগ্রেস প্রার্থী নিয়াজুদ্দিন শেখ। বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়।

নবগ্রাম বিধানসভায় ২০১৬ সালে জয়লাভ করেছিলেন সিপিএমের কানাই মণ্ডল। ২০১৯ সালে এই কেন্দ্রে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল।
এবার তৃণমূল প্রার্থী কানাই চন্দ্র মণ্ডল। বিজেপি প্রার্থী মোহন হালদার। সিপিএম প্রার্থী কৃপালীনি ঘোষ।

Comments are closed.