ফের সঙ্গীতের আকাশে নক্ষত্র পতন। প্রয়াত বাংলা গানের সুরকার অভিজিৎ ব্যানার্জি। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতন একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান এখনও সারেঙ্গিটা বাজছের সুরকার অভিজিৎ ব্যানার্জি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র ও রূপঙ্কর বাগচী। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতেও ফেরেন। সোমবার সকালেই মারা যান তিনি। রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে।
তাঁর সুরে আশা ভোঁসলে গেয়েছিলেন ‘ও পাখি উড়ে আয়।’ সুবীর সেন গেয়েছিলেন জনপ্রিয় হয়েছিল, ‘নয় থাকলে আরও কিছুক্ষণ’ গান।
Comments are closed.