তিন বছর পর বউবাজারে ফাটল আতঙ্ক ফিরে এসেছে। রাতারাতি আশ্রয়হীন হয়েছেন প্রায় ৪০০ বাসিন্দা। বউবাজারের পরিস্থিতি নিয়ে শনিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। বিকেল চারটয় নবান্নে বৈঠক ডাকা হয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভার্চুয়ালি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন।
এদিন বেলা ১২ টা নাগাদ কলকাতা পুরসভায় মেয়র ববি হাকিমের উপস্থিতিতে বৈঠকটি হওয়ায় কথা ছিল। পরে তা নবান্নে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকের নেতৃত্বে দেবেন। KMRCL কর্তৃপক্ষ, রেল বোর্ডের কর্তাদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে হাজির থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরাও।
কেন বার বার এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এর স্থায়ী সমাধান নিয়ে কী ভাবছে মেট্রো, এই সমস্ত কিছুর উত্তর পেতেই বৈঠক বলে মনে করা হচ্ছে। বিপর্যয় এড়িয়ে ভবিষ্যৎ-এ কোন পথে কাজ এগিয়ে নেওয়া যাওয়া হবে, ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের নিয়ে কী ভাবছে মেট্রো, এই সমস্ত বিষয়ে এদিনের বৈঠকে স্থায়ী কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।
Comments are closed.