পঞ্চায়েত দফতরের কাজ, বিশেষ করে আবাস যোজনার দুর্নীতি রুখতে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। আবাস যোজনার কাজে দুর্নীতি রুখতে আগেই ২১ সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করেছিল নবান্ন। এবার পঞ্চায়েতের সামগ্রিক কাজ খতিয়ে দেখতে একটি ৯ সদস্যের টাস্ক ফোর্স তৈরি করল নবান্ন। জানা গিয়েছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ৯ সদস্যের এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবে পঞ্চায়েত দফতরের সচিব। নবান্ন সূত্রে খবর, বুধবার সমস্ত জেলার ডিএমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এর পরেই পঞ্চায়েত দফতরের কাজ, আবাস যোজনার কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ৯ সদস্যের এই টাস্ক ফোর্স গড়া হয়। জানা গিয়েছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, পঞ্চায়েত দফতরের কাজে কোনও রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনও বেনিয়ম হচ্ছে কিনা তা নজরে রাখতে হবে জেলা শাসকদের। এবার সেই কাজেই আরও কড়া দাওয়াই নবান্নের।
উল্লেখ্য, ২১ সদস্যের যে দল গড়েছে নবান্ন তাতে ৩ জন আইএএস অফিসার সহ বেশ কয়েকজন অভিজ্ঞ আধিকারিক রয়েছেন। এবার সামগ্রিক ভাবে পঞ্চায়েত স্তরের কাজ খতিয়ে দেখতে আরও ৯ সদস্যের টাস্ক ফোর্স গড়ল নবান্ন।
Comments are closed.