গত ১৫ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারের কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আর তার ঠিক ৯ দিনের মাথায় ডিএ বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বরাদ্দ ৩% ডিএ এবং বাজেটে বর্ধিত ৩% ডিএ। ১ মার্চ থেকে মোট ৬% ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা। শুক্রবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে। এদিকে ডিএ বৃদ্ধির খবরে শাসকদলের কর্মী সংগঠনের একাংশ খুশি হলেও, সরকারি কর্মচারীদের একটা অংশ ডিএ বৃদ্ধির দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ডিএ বৃদ্ধির দাবিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত সরকারি কর্মীদের যৌথমঞ্চ। ইতিমধ্যেই ধর্মঘটের দিনক্ষণ জানিয়ে আন্দোলনকারীরা রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে। এর আগেও ২১ এবং ২২ ফেব্রুয়ারি টানা ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছিল তারা। এদিকে বর্তমানে হাইকোর্ট গড়িয়ে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অবস্থায় দেশের শীর্ষ আদালত কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
Comments are closed.