যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পশ্চিমবঙ্গের একাধিক পড়ুয়া। ঘরের ছেলে মেয়ের চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। সে দেশে আটকে থাকা পড়ুয়াদের সাহায্যের জন্য নবান্নে বিশেষ কন্ট্রোল রুম খুলল রাজ্য সরকার। কন্ট্রোলরুমে যোগাযোগের জন্য দুটি নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হল-২২১৪৩৫২৬ এবং ১০৭০।
নবান্ন সূত্রে খবর, কন্ট্রোল রুম পর্যবেক্ষণ-এর দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন সিনিয়র আইএএস এবং ডাব্লুবিসিএস অফিসার। জেলায় জেলায় ডিএম’দের নির্দেশ দেওয়া হয়েছে, খোঁজ নিতে কোনও কোনও পরিবারের ছেলে-মেয়েরা ইউক্রেনে আটকে রয়েছেন। তথ্য পাওয়ার পরে কন্ট্রোল রুম থেকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আটকে থাকা পড়ুয়ারা যাতে দ্রুত দেশে ফিরতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্য থেকে মূলত ডাক্তারি পড়তেই অনেকেই ইউক্রেনে গিয়েছেন। ইতিমধ্যেই অনেকেই দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। ফোনে যোগাযোগ করা গেলেও উড়ান ব্যবস্থা বন্ধ থাকায় তাঁরা দেশে ফিরতে পারছেন না। এদিকে রোজই ইউক্রেনের পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে। সব মিলিয়ে আটক পড়ুয়ারা যতক্ষণ না দেশে ফিরছেন, চিন্তা মুক্ত হতে পারছেন না পরিবারের সদস্যরা।
Comments are closed.