রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার উইম্বলডনে, নিষিদ্ধ রাশিয়ান খেলোয়াড়রা, ক্ষুব্ধ নাদাল, জোকোভিচ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব এবার পড়েছে উইম্বলডনে। রাশিয়ান ও বেলারুশ খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে উইম্বলডনে। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ উইম্বলডন জয়ী টেনিস তারকা রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ।

২৭ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। শেষ ১০ জুলাই। ইউক্রেনের ওপর রুশ হামলার জেরে রাশিয়া ও বেলারুশ খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ হয়েছে উইম্বলডন। অল ইংল্যান্ড টেনিস কোর্ট ক্লাবের কর্তারা ঠিক করে নেয় রাশিয়া ও বেলারুশ খেলোয়াড়দের নামতে দেওয়া হবে না উইম্বলডনের টেনিস কোর্টে। ২৭ জুন থেকে শুরু হওয়া এই খেলায় রাশিয়া ও বেলারুশ খেলতে না পারলে দুই তারকাকে হারাবে উইম্বলডন। ছেলেদের বিভাগে পাওয়া যাবে না দানিল মেদভেদেভকে। অন্যদিকে মেয়েদের বিভাগে খেলতে পারবেন না আরিনা সাবালেঙ্কা। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বের দুই টেনিস তারকা। নাদালের মতে যুদ্ধ সংক্রান্ত কোনও বিষয়ে, আমার রাশিয়ান সতীর্থদের যোগ নেই। অন্যদিকে জকোভিচ জানিয়েছেন, এই সিদ্ধান্তকে কোনওভাবেই মেনে নেওয়া যায়না। দুজনেই উইম্বলডন কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ করেছেন। এর আগেও ইউক্রেনে দাঁড়িয়ে সেই দেশের পাশে থাকার বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও বেলারুশ খেলোয়াড়দের প্রতি নিষেধাজ্ঞা জারি করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। অলিম্পিকস গেমস, প্যারালিম্পিক গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে থেকে বাদ দিয়ে দেওয়া হয় পুতিনের দেশকে। ফিফাও একই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াকে ফিফা অনুমোদিত কোনও টুর্নামেন্টে খেলতে দেওয়া হবে না। রাশিয়ান ফুটবল ইউনিয়ন নামে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ছাড়াই অংশ নিতে হবে। এবার সেই আঁচ ছড়িয়ে পড়ল উইম্বলডনেও।

Comments are closed.