স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও কড়া হচ্ছে রাজ্য; অভিযোগ খতিয়ে দেখতে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট’ গড়ল নবান্ন
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার রাজ্যের তরফে সচেতন করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নার্সিংহোমগুলোকে বার বার সাবধান করেছেন। কার্ড নিয়ে অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। এই আবহে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য। জানা গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রুগীর পরিবারের অভিযোগ নিষ্পত্তি করতে এবার বিশেষ ইউনিট গড়ছে নবান্ন।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকে ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনটি’ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইউনিটের সাহায্যে স্বাস্থ্যসাথী সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে দাবি প্রশাসনিক মহলের। ইউনিট সম্পর্কে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, কোনও বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিলে, এই ইউনিটে অভিযোগ জমা দিতে পারবেন রোগীর বাড়ির লোকেরা। কেন কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট নার্সিংহোমের কাছে জবাব তলব করবে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট। প্রয়োজনে অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করতে পারবে এই বিশেষ ইউনিট।
Comments are closed.