পঞ্চায়েতে দুর্নীতি রুখতে তৎপর রাজ্য; একগুচ্ছ নির্দেশ গেল নবান্ন থেকে 

অনেক দিন ধরেই পঞ্চায়েত স্তরে বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠে  আসছে। কোথাও কোথাও রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় হচ্ছে বলেও প্রশাসনের উচ্চ স্থরে খবর এসেছে। এই আবহে দুর্নীতি রুখতে একাধিক বার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একশো দিনের কাজে কোনও দুর্নীতির অভিযোগ এলে এফআইআর করারও নির্দেশ দিয়েছেন তিনি। এই অবস্থায় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে আরও তৎপর নবান্ন। 

সূত্রের খবর, পঞ্চায়েত আইনের আওতায় ২০০৪ সালের একটি বিজ্ঞপ্তি ফের বলবৎ করার নির্দেশ দিয়ে শুক্রবার নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে বিডিও, জেলা শাসকদেরকেও বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিভিশনাল অফিসাররা প্রত্যেক মাসে একবার জেলা পরিষদে গিয়ে কাজের অডিট করবে। জেলা শাসকদের প্রত্যেক মাসে একটি করে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করতে হবে। সেই বিডিওদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিমাসে তিনটি করে গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে কাজের হিসেব নিতে হবে। 

অন্যদিকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পুজোর ছুটিতেও যেন পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ থেমে না থাকে। সময়ের মধ্যে যাতে কেন্দ্রীয় প্রকল্পের কাজ শেষ হয়, সে সম্পর্কেও আধিকারিকদের নজরদারি করতে বলা হয়েছে। 

Comments are closed.