পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। কলকাতায় ফিরেই ডেঙ্গি নিয়ে মুখ্যসচিবকে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার ডেঙ্গি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা।
বৈঠকের শেষে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। যার মধ্যে অন্যতম ডেঙ্গি নিয়ে পুরসভার কাউন্সিলরদের সঙ্গে জেলাশাসকদের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিয়ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে হবে। ডেঙ্গির বাড়বাড়ন্ত রয়েছে এমন ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত সমস্ত এলাকায় নিয়মিত বিশেষ সাফাই অভিযান চালানো হবে। পাশাপাশি সাফাই অভিযান চালাতে হবে শহর এবং সংলগ্ন বাজার এলাকাগুলোতে। এছাড়াও জেলা পরিদর্শকের নেতৃত্বে একটি করে দল গঠন। যার কাজ হবে সরকারি এবং বেসকারি হাসপাতালগুলোতে নিয়মিত পরিদর্শন।
এছাড়াও সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২৪ঘন্টা ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করা। এবং ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সমস্ত সরকারি দফতরের আধিকারিক এবং কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেই সঙ্গে নবান্নের তরফে আরও জানানো হয়েছে, সোমবারের বৈঠকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তার অমান্য হলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
Comments are closed.