সামনেই পঞ্চায়েত ভোট। যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। এরমধ্যেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বৈঠক থেকে পরীক্ষার নিরাপত্তা নিয়ে সতর্ক করেন মুখ্য সচিব। বৈঠক থেকে মুখ্য সচিব জেলাগুলিকে সতর্ক করে বলেন, প্রাথমিকের টেটের ধাঁচে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন নেওয়া হয়। উল্লেখ্য, ১১ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা হয়েছিল। প্রাথমিক টেটের ধাঁচে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়েও রাজ্যগুলিকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্য সচিব। এই বিষয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেন মুখ্য সচিব।
যদিও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর কথা বলেছে।
Comments are closed.