ফের রাশিয়ার প্রেডিডেন্টের সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদীর

রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের কীভাবে দ্রুত উদ্ধার করা যায়, এই নিয়ে দুই দেশের প্রধানের কথা হয়েছে বলে জানা গিয়েছে।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার কথাও হয়েছে দুই দেশের মধ্যে।

অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়ে যে ভোটাভুটি চলে, তা থেকে বিরত থেকেছে ভারত। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪১টি। ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ৩৫ টি দেশ ভোটদানে বিরত ছিল, তার মধ্যে ছিল ভারত।

Comments are closed.