ইউটিউবেও জনপ্রিয়তায় শীর্ষে নরেন্দ্র মোদী, চ্যানেলের ফলোয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল
টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ, ফেসবুকে সংখ্যাটা ৪ কোটি ৬৮ লক্ষ।
জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী বারবার সব দেশের প্রধানকে ছাপিয়ে গেছেন। এবার তাঁর ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল ১ কোটির বেশি। অন্য দেশের প্রধানমন্ত্রীদের ফের আরেকবার পিছনে ফেলে এগিয়ে গেলেন মোদী।
টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ। ফেসবুকে সংখ্যাটা ৪ কোটি ৬৮ লক্ষ।
দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাঁর ফলোয়ারের সংখ্যা মাত্র ৩৬ লক্ষ। তৃতীয়স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি। তাঁর ফলোয়ার সংখ্যা ৩০.৭ লক্ষ। চতুর্থ স্থানে আছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। তাঁর ফলোয়ার সংখ্যা ২৮.৮ লক্ষ।
অন্য দেশ ছাড়া সোস্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে ভারতেও মোদীর কাছে নেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব। রাহুল গান্ধী ও শশী থারুরের মতো বিরোধী নেতাদের ফলোয়ার ৩ লক্ষ থেকে ৫ লক্ষ।
কয়েক দিন আগেও জানা গিয়েছিল জনপ্রিয়তার নিরিখে সব রাষ্ট্র প্রধানদের পিছনে ফেলে এগিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০০৭ সালে অক্টোবর মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘নরেন্দ্র মোদী’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেন মোদী। মুখ্যমন্ত্রী থেকে এখন তিনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদীকে সোশ্যাল মিডিয়ায় সবসময়ই অ্যাকটিভ থাকতে দেখা যায়। কিন্তু, ইউটিউব চ্যানেলকে ভোলেননি মোদী। নিজের বিভিন্ন কর্মকাণ্ড সেখানে আপলোড করেছেন তিনি। সম্প্রতি, করোনা অতিমারিতেও সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
Comments are closed.