জনপ্রিয়তার শীর্ষে নাম উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার খেতাব পেলেন তিনি। মার্কিং সংস্থা মর্নিং কলসাল্ট একটি সমীক্ষা চালিয়েছে। সেখানে দেখা গেছে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী।
প্রতি সপ্তাহে বিশ্বের ১৩ টি দেশের রাষ্ট্রনেতাদের জনপ্রিয়তা পরীক্ষা করে এই সংস্থা। তাতে দেখা গিয়েছে এই সপ্তাহে জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী সেরা। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৭০ শতাংশ।মানে ৭০ শতাংশ মানুষ মোদিকে পছন্দ করেন। এরপরেই আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ও’ব্র্যাডর। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৬৬ শতাংশ। তৃতীয়স্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তাঁর অ্যাপ্রুভাল রেটিং ৫৪ শতাংশ। চতুর্থস্থানে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন পঞ্চমস্থানে। আর ষষ্ঠ স্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এই নিয়ে অনেকের মতে দেশজুড়ে জ্বালানির দাম আকাশছোঁয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উর্দ্ধমুখী। বৃদ্ধি পাচ্ছে বেকার সংখ্যা। এরপরেও কীভাবে বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতার খেতাব কীভাবে পেলেন মোদী?
Comments are closed.