দুদিনের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তিনি। সেই ছবি টুইটারে শেয়ার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি লেখেন, নিউ দিল্লিতে বন্ধু মোদীর সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। সেই টুইট রিটুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও লেখেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমার বন্ধু ভারত সফরে এসেছেন। আমি খুব আনন্দিত। আমাদের আলোচনার দিকে সবার নজর থাকুক।
Wonderful to see you, my friend PM @BorisJohnson in India on a long-awaited visit. Look forward to our discussions today. https://t.co/6gUxR1PwPH pic.twitter.com/z6Ufv8zgAb
— Narendra Modi (@narendramodi) April 22, 2022
এদিন বরিস জনসন লেখেন, জলবায়ু পরিবর্তন থেকে, প্রতিরক্ষা ও বিশ্বের কিছু রাষ্ট্রের সৈরাচারিতা নিয়ে তিনি আলোচনা করবেন মোদী সঙ্গে।
বৃহস্পতিবার ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথম দিনেই তিনি এক্সান গুজরাতে। সেখনে সবরমতি আশ্রমে চরকার সুতো কাটেন তিনি। গান্ধীজিকে স্মরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।
Comments are closed.