মঙ্গলবারই তৃণমূলের তরফে জানানো হয়েছিল, একজন বড় মাপের নেতা দলে যোগ দিতে চলছেন। আর বুধবার দেখা গেল শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে তৃণমূল যোগ দিলেন প্রাক্তন সাংসদ মজিদ মেনন। এদিন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। জাতীয় রাজনীতিতে মজিদ মেনন কট্টর মোদী বিরোধী হিসাবে পরিচিত। অনেকের মতে এনসিপি নেতার যোগদানে জাতীয় রাজনীতিতে তৃণমূলের বেশ কিছুটা শক্তি বাড়ল।
২০১৪ থেকে ২০২০ পর্যন্ত মহারাষ্ট্র থেকে এনসিপির টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন মজিদ মেনন। রাজ্যসভায় একধিক বিষয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। আইনমন্ত্রকের স্টাডিং কমিটিরও সদস্য ছিলেন প্রাক্তন এনসিপি নেতা। তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এদিন তিনি বলেন,দেশের সংবিধান ও গণতন্ত্রকে বাঁচাতে বিজেপিকে পরাজিত করতেই হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যেভাবে বিজেপিকে রুখে দিয়েছে তা অত্যন্ত শিক্ষণীয়। আমার মনে হয় ২০২৪-এ মমতা ব্যানার্জির নেতৃত্বেই আমরা বিজেপিকে সরাতে সফল হব। তাই তৃণমূলে যোগ দিয়েছে। আমি তৃণমূলের একজন সৈনিক হিসেবে লড়াই করতে চাই। সেই সঙ্গে মজিদ মেনন এও দাবি করেন, কোনও অভিযোগ নিয়ে তিনি এনসিপি ছাড়েননি। শরদ পাওয়ার এবং মমতা ব্যানার্জি একই লক্ষ্যে কাজ করেছেন। তিনি তৃণমূলে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান।
Comments are closed.