দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে দেশের প্রাক্তন রাজধানী যখন দরাজ সার্টিফিকেট পাচ্ছে, সেখানে বর্তমান কার্যত ডাহা ফেল। অপরাধের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। পরিসংখ্যান দিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। এমনকী নারী নিরাপত্তার নিরিখেও দিল্লি,বেঙ্গালুরু, মুম্বাইয়ের নিরিখে অনেকটাই এগিয়ে কলকাতা।
কেন্দ্রের ন্যাশনাল ক্রাইম ব্যুরো বা NCRB তাদের রিপোর্টে কী বলছে? ‘ক্রাইম ইন ২০২০’ নামের ওই রিপোর্টে বলা হয়েছে, প্রত্যেক লক্ষ জনসংখ্যার ভিত্তিতে ওই রিপোর্টে বলা হয়েছে কলকাতায় মোট অপরাধের সংখ্যা ১২৯.৫। যেখানে চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭.১, দিল্লিতে তার হার ১৬০৮.৬। এমনকি মোট মামলার সংখ্যাও কলকাতায় ক্রমাগত কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে যেখানে মামলার সংখ্যা ছিল ২৬ হাজার ১৬১টি, সেখানে ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে, ১৩,০৬৭ টিতে।
NCRB রিপোর্টে স্বাভাবিক কারণেই খুশি রাজ্যের শাসক দল। তৃণমূলের তরফে ট্যুইটে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নজরদারি এবং কলকাতা পুলিশের নিরলস প্রচেষ্টার কারণেই দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে কলকাতা। সেই সঙ্গে বিজেপিকে ঘাসফুল শিবিরের খোঁচা, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী অনেক কিছুই শিখতে পারেন।
Comments are closed.