নয়া জাতীয় শিক্ষানীতি ভারতকে ‘বিশ্ব গুরু’ র স্বীকৃতি দেবে, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
নতুন শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য, ভারতকে বিশ্ব শিক্ষার স্তরে জ্ঞান পরাশক্তি হিসেবে গড়ে তোলা।
মঙ্গলবার Association of Professional Colleges Managements এর সভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০ র জন্য ভারত একবার ‘বিশ্ব গুরু’ স্বীকৃতি পেতে চলেছে।
কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অনুমোদনের গত বছর নয়া জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল। যা কিনা শিক্ষাব্যবস্থায় প্রচুর সংস্করণ নিয়ে এসেছে। নতুন শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য, ভারতকে বিশ্ব শিক্ষার স্তরে জ্ঞান পরাশক্তি হিসেবে গড়ে তোলা। এই নতুন নীতিটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে, ব্যাপক, উদ্ভাবনীয় এবং শিক্ষা গুণমানের ভিত্তিতে নির্মিত।
এই শিক্ষা নীতিতে জায়গা পেয়েছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, স্কুল শিক্ষায় artificial intelligence (AI) র মতো বিষয়, এর সঙ্গে রয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে বৃত্তিমূলক শিক্ষাদান।
নতুন শিক্ষা ব্যবস্থা এখন দেশের ৩৩ কোটি শিক্ষার্থী ও তাদের অভিভাবক, ১ হাজার ১০০ কোটি শিক্ষক এবং অধ্যাপক, ১ হাজার উপাচার্য, ৫০,০০০ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, গ্রাম প্রধান থেকে শুরু করে বিশ্বের দরবারে আলোচনার বিষয়।
Comments are closed.