ফের সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়; ট্যুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

ফের রেকর্ড গড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়। আরও একবার দেশের সেরা তালিকায় এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের নাম উঠে এল।  ইন্ডিয়া টুডের সমীক্ষায় দেখা গেল একাধিক ক্ষেত্রে দেশে এক থেকে দশের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 

সমীক্ষায় বলা হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ব বিদ্যালয়গুলোর মধ্যে রাজ্যের মধ্যে সেরা কলকাতা এবং দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। সেই সঙ্গে Phd দেওয়ার ক্ষেত্রেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশপাশি গবেষকদের প্যাটেন্ট দেওয়ার ক্ষেত্রেও গত তিন বছরে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। 

গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে চাকরির ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের নিয়োগের যে পরিসংখ্যান মিলেছে তাতেও তৃতীয় স্থানে রয়েছে CU. প্রসঙ্গত সম্প্রতি শিক্ষামন্ত্রকের বিচারেও দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ছিল কলকাতা ও যাদবপুর। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী, অধ্যাপক, শিক্ষাকর্মীদের ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

Comments are closed.