পাসপোর্ট হাতে পেতে আর দীর্ঘদিনের অপেক্ষা নয়। খুব সহজেই আবেদনকারী পাসপোর্ট পাবেন। পাসপোর্ট অনুমোদনের প্রক্রিয়াটিকে আরও সরল করতে নতুন অ্যাপ আনল স্বরাষ্ট্র মন্ত্রক। অ্যাপটির নাম এমপাসপর্টে পুলিশ অ্যাপ।
পাসপোর্টের জন্য আবেদন করলে, পুলিশ ভেরিফিকেশনের জন্যই অনেকটা সময় লাগে। বাড়িতে পুলিশ আসা বা প্রয়োজনীয় নথি নিয়ে থানায় গিয়ে যোগাযোগ করা, পুরো প্রক্রিয়াটাই বেশ সময় সাপেক্ষ। এই সময় কমাতেই এমপাসপোর্ট অ্যাপ চালু করেছে কেন্দ্র। তবে এই অ্যাপটি কিন্তু আবেদনকারীদের জন্য। এটি ব্যবহার করবে সংশ্লিষ্ট থানা। ডিজিটাল পদ্ধতিতেই পুলিশ এখন আবেদনকারীর নথি যাচাই করতে পারবে। নতুন এই অ্যাপ লঞ্চ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আগে যেখানে পাসপোর্টের আবেদন করে পুলিশ ভেরিফিকেশনের জন্য ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হত এখন সেই কাজটা ৫ দিনেই সম্ভব হবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, ডিজিটাল মাধ্যমের ওপর জোর দিচ্ছে সরকার। সরকারি ক্ষেত্রে যেকোনও কাজই যাতে ডিজিটাল মাধ্যমে করা যায়, তা নিয়ে ধারাবাহিকভাবে পরিকল্পনা চলছে। তারই একটা অংশ হিসেবে নতুন এই অ্যাপ।
Comments are closed.