সপ্তাহান্তে বেড়ানো মানেই বাঙালির প্রিয় জায়গা দীঘা। কলকাতা থেকে কার্যত এক ছুটে পৌঁছে যাওয়া যায় সমুদ্র শহরে। পর্যটক টানতে দীঘাকে আরও নতুন ভাবে সাজিয়ে তুলেছে রাজ্যের পর্যটন দফতর। খোদ মুখ্যমন্ত্রী দীঘাকে নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা বলেছেন। সম্প্রতি ঢেউ সাগর , ভোর সাগর নামে দীঘায় নতুন দুটি বিচ হয়েছে। এবার তার সঙ্গেই শুরু হতে চলেছে আরও একটি নতুন বিচ। সূর্য সাগর। সপ্তাহান্তে দীঘায় গিয়ে নতুন বিচে ঘুরে বেড়াতে পারেন। যদিও তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
নতুন বিচ সূর্য সাগরের নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা জানিয়েছেন, বিচের কাজ এখনও পরিকল্পনার স্তরে রয়েছে। নতুন বিচটি কীভাবে বাকিগুলোর থেকে আলাদা করা যায়, পর্যটকদের মনোরঞ্জনের জন্য তাতে কী কী রাখা হবে, সে নিয়ে পরিকল্পনা চলছে। সূর্য সাগর খুলতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।
ইতিমধ্যেই রাজ্যের উদ্যোগে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। এছাড়াও নতুন কনভেনশন সেন্টার, মেরিন ড্রাইভ। সার্বিকভাবে সেজে উঠছে দীঘা। এই অবস্থায় আরও একটি নতুন বিচ দীঘার আকর্ষণ আরও বাড়াবে বলেই অনেকেই মনে করছে।
Comments are closed.