অন্যান্য দেশের মতোই তালিবান নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে ভারত। আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠকে জানাল বিদেশমন্ত্রক।
বৃহস্পতিবার আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। এই বৈঠকে বিরোধীরা তালিবান নিয়ে নয়া দিল্লির অবস্থান জানতে চায়। বিদেশমমন্ত্রী জানিয়েছেন, অন্যান্য দেশের মতো ভারতও আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে। আন্তর্জাতিক মহলের সঙ্গেও আলোচনা করছে কেন্দ্র। তালিবান নিয়ে এখনই কোনও পদক্ষেপ নয় বলে জানান বিদেশমন্ত্রী।
সেই সঙ্গে সূত্র মারফত এও জানা গিয়েছে, এখনও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে কেন্দ্র কী পদক্ষেপ নিচ্ছে এদিন বিরোধীদের তারও ব্যাখ্যা দেয় বিদেশমন্ত্রক।
আফগানিস্তান নিয়ে সম্প্রতি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও আন্তর্জাতিকমহলের সঙ্গেও দফায় দফায় আলোচনা করছে নয়া দিল্লি।
এদিকে আফগানিস্তানের সর্বত্র এখনও আতঙ্কের পরিবেশ। অত্যাধুনিক অস্ত্র হাতে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে তালিবান সেনা। বৃহস্পতিবারও কাবুল বিমানবন্দরে দফায় দফায় গুলি চলে। সব মিলিয়ে কার্যত গোটা আফগানিস্তানে আতঙ্কের পরিবেশ।
এই অবস্থায় আফগানিস্তানে এখনও আটকে থাকা বহু ভারতীয় দেশে ফিরতে মরিয়া। এদিন বিদেশমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ দফায় বিমান পাঠিয়ে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও বেশ কয়েকজন সে দেশে রয়ে গিয়েছেন। তাঁদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনতে তৎপর নয়া দিল্লি।
Comments are closed.