সাধারণ মানুষ যাতে খুব সহজে সরকারি পরিষেবার সুবিধা পায় সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছিল। বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্রগুলো থেকে ৪০ ধরণের পরিষেবা পাওয়া যায়। এবার তার সঙ্গেই আরও নতুন কিছু পরিষেবা যুক্ত হল।
জানা গিয়েছে, এবার থেকে সহায়তা কেন্দ্রগুলোতে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, হকারদের ঋণের আবেদন, দূরপাল্লার বাসের বুকিং, সংখ্যালঘু ঋণ, ট্রাফিক ফাইন, স্কুল কলেজে ভর্তির জন্য টাকা জমা দেওয়ার সুবিধাগুলোও পাওয়া যাবে।
নবান্ন সূত্রে খবর, সহায়তা কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই হকারদের ঋণ, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের মতো কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও দূরে কোথাও যেতে গেলে, যেমন, দার্জিলিং, শিলিগুড়ি, দীঘার মতো কোথাও যেতে গেলে অনেকেই ট্রেনের বদলে দূরপাল্লার বাস যান। এবার থেকে সহায়তা কেন্দ্রগুলোতে গিয়ে অনলাইনে সেই দূরপাল্লার বাসের টিকিটও কাটতে পারবেন সাধারণ মানুষ। এছাড়াও ট্রাফিক পুলিশের করা জরিমানাও সহায়ক কেন্দ্রগুলোতে গিয়েই দেওয়া যাবে।
Comments are closed.