পুজোর আগেই প্রথমিকে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে জানানো হয়, চলতি বছরের ১১ ডিসেম্বর প্রায় ১১ হাজার শূন্যপদের জন্য টেট পরীক্ষা নেবে পর্ষদ।
এদিন সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা হবে। তারই সূচনা হিসাবে পুজোর আগে বিজ্ঞপ্তি জারি। তিনি আরও জানান, পুজোর ছুটি পড়ে যাওয়ায় কালী পুজোর পর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। এবং লক্ষ্মী পুজোর পর অনলাইন পোর্টাল খোলা হবে। সেই পোর্টালের মাধ্যমে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবং এডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। পোর্টালটা কবে থেকে চালু হবে তার দিনক্ষণও খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানান পর্ষদ সভাপতি।
প্রসঙ্গত, এদিনই টেট নিয়ে জোড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এদিন পর্ষদকে নির্দেশ দেন, পুজোর আগেই আরও ৬৫ জন টেট উত্তীর্ণকে নিয়োগ পত্র দিতে হবে। সেই সাথে জাস্টিস গাঙ্গুলি প্রাথমিক শিক্ষা পর্ষদকে আরও নির্দেশ দেন, ৩৯২৯টি পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
Comments are closed.