খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে; টেট নিয়ে আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির 

রবিবার টেট পরীক্ষা। ঘড়ি কাঁটা দেখলে আর ২৪ ঘন্টাও বাকি নেই। তার আগেই পরীক্ষা বানচালের বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন।” 

বিস্তারিত না বললেও পরীক্ষার কয়েক ঘন্টা আগে পর্ষদ সভাপতির অভিযোগ নিয়ে স্বাভাবিক কারণেই শোরগোল শুরু হয়েছে। তবে প্রশাসনও এ ব্যাপারে সতর্ক রয়েছে তাও তিনি জানান। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরীক্ষা বিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে। আগামীকাল মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। মোট সেন্টারের সংখ্যা ১ হাজার ৪৬০টি। পরীক্ষা নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে সে কারণে বায়োমেট্রিক এটেন্ডেন্স, ফ্যাস স্ক্যানের মধ্য দিয়ে পরীক্ষার্থীদের যেতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের সব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 

সাংবাদিক বৈঠকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে পর্ষদ সভাপতি প্রশ্ন করা হলেই তিনি পাল্টা জিজ্ঞেস করেন, আপনারা বুঝলেন কী করে যে প্রশ্নপত্র বেরিয়ে যাবে। তারপরেই তিনি ষড়যন্ত্র নিয়ে  বিস্ফোরক অভিযোগ করেন। 

Comments are closed.