ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দিল্লিতে জারি হলুদ সতর্কতা। পাশাপাশি রাজধানীতে চালু নৈশ কার্ফু। নৈশ কার্ফু রাত ১১টা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত। রাজধানীতে বেসরকারি অফিসগুলি ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করবে। সম্পূর্ণ বন্ধ থাকবে স্কুল, কলেজ, সিনেমা হল এবং জিম। যেদিন মল খোলা থাকবে সেদিন বন্ধ থাকবে সাধারণ দোকান।
রেস্তোরাঁ এবং বারগুলি রাত ১০টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। বিয়ে বাড়িতে সর্বাধিক ২০ জন উপস্থিত থাকতে পারবেন। বন্ধ সব ধরণের রাজনৈতিক ও ধর্মীয় সভা। ধর্মীয় স্থানগুলি খোলা থাকলেও ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। পার্ক খোলা থাকলেও পিকনিক বা জমায়েত করা চলবে না।
মঙ্গলবার সাংবাদিকদের সামনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, আপনাদের শারীরিক অবস্থার কথা চিন্তা করে দিল্লিতে নতুন বিধি নিষেধ জারি হয়েছে। আতঙ্কিত হবে না। সতর্ক থাকুন, মাস্ক পরুন ও বারবার হাত ধুতে হবে।
Comments are closed.