ফের নজির গড়লেন নীরজ চোপড়া। ভারতকে আবারও বিশ্বের দরবারে সেরার আসনে বসালেন অলিমপিক্সে সোনা জয়ী। শুক্রবার রাতে লুসানে অনুষ্ঠিত হওয়া ডায়মন্ড লিগে শীর্ষ স্থান জয়ী হয়েছেন। শুধু শীর্ষ স্থানই নয়, জ্যাভেলিন থ্রোয়ে নতুন রেকর্ড করেছেন নীরজ।
লিগে পঞ্চম রাউন্ডে এসে ৮৭.৬৬ মিটার ছুঁড়ে শীর্ষ স্থান দখল করেন নীরজ। এই নিয়ে দ্বিতীয়বার লিগ শীর্ষ হলেন তিনি। শুধু তাই নয়, শুক্রবার জ্যাভলিন থ্রোতে নতুন রেকর্ড গড়েছেন। নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মানির জুলিয়ান ওয়েবের ৮৭.০৩ মিটার ছুঁড়েছিলেন। এই দূরত্ব টপকানোর পাশাপাশি কাল পর্যন্ত বিশ্বের সব থেকে বেশি দূরত্বে জ্যাভেলিন ছুঁড়েছিলেন ইয়াকুব ভাডলেচ। তাঁরাও রেকর্ড ভেঙেছেন নীরজ। ইয়াকুব ছুঁড়েছিলেন ৮৬.১৩ মিটার। সেখানে নীরজ ছুঁড়েছেন ৮৭.৬৬ মিটার।
সম্প্রতি চোট সারিয়ে ফিরেছেন তিনি। জয়ী হয়েও নীরজের আক্ষেপ, নিজের সেরাটা দিতে পারেননি। বললেন, এখনও নিজের সেরাটা দিতে পারিনি। তবে জয়ী হয়ে ভালো লাগছে। এই ফল আমায় আরও আত্মবিশ্বাসী করবে।
Comments are closed.