২০ মার্চ কাকভোরে ফাঁসি নির্ভয়া কাণ্ডে দোষীদের, জানিয়ে দিল দিল্লির আদালত। ৪ জনের মধ্যে পবন গুপ্তার ক্ষমা প্রার্থনা খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরেই দিল্লির আদালত এই রায় শুনিয়েছে। এই মামলায় এ নিয়ে চতুর্থবার মৃত্যু পরোয়ানা জারি করল দিল্লির কোর্ট।
দিল্লির পাটিয়ালা হাউজ কোর্ট জানিয়েছে, আগামী ২০ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৫ টায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়াকাণ্ডে ৪ দোষীকে।
এর আগে দোষী ৪ জনই একে একে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। একেবারে শেষ ক্ষমা প্রার্থনা জানিয়েছিল অন্যতম দোষী পবন গুপ্তা। বুধবার সেই আর্জি খারিজ করে দেন রাষ্ট্রপতি কোবিন্দ। তারপরই বৃহস্পতিবার এই নির্দেশ দিল দিল্লির আদালত। প্রসঙ্গত দোষীদের ফাঁসি থেকে বাঁচার আর কোনও রাস্তাই অবশিষ্ট নেই। ফলে আগামী ২০ মার্চ কাকভোরে ৪ জনেরই ফাঁসি হওয়া নিয়ে আর কোনও সংশয় রইল না বলে মনে করা হচ্ছে।
Comments are closed.