নির্মলা সীতারমনের পর এবার অশ্বিনী চৌবে। পেঁয়াজ নিয়ে আরও এক কেন্দ্রীয় মন্ত্রীর বেফাঁস মন্তব্যে বিড়ম্বনা বাড়ল বিজেপির। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেকে সাংবাদিকরা পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ে প্রশ্ন করতেই জানান, তিনি নিরামিষ খান। তাই পেঁয়াজের দাম নিয়ে তাঁর কোনও ধারণাই নেই।
বুধবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, আমি বেশি পেঁয়াজ, রসুন খাই না। তাই চিন্তা করবেন না। আমি এমন একটি পরিবার থেকে এসেছি, যেখানে পেঁয়াজ নিয়ে খুব বেশি আলোচনাও হয় না।
অগ্নিমূল্য পেঁয়াজের ঝাঁঝে ইতিমধ্যেই চোখ দিয়ে জল ঝরছে দেশবাসীর। কলকাতার একাধিক বাজারে বৃহস্পতিবার পেঁয়াজ বিকিয়েছে ১৫০ টাকা প্রতি কেজি। আগামী দিনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে বিভিন্ন মহলের আশঙ্কা। এই পরিস্থিতিতে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর পেঁয়াজ নিয়ে বয়ানে স্বভাবতই প্রশ্ন উঠছে সত্যিই কি কেন্দ্র এই বিষয় নিয়ে চিন্তিত?
Comments are closed.