তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে খোঁচা দিয়েছিলেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। এবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
বৃহস্পতিবার বিকেলে কুণাল একটি ট্যুইট করেন। কটাক্ষ করে লেখেন, অসাধারণ! ১৩ টি ফৌজদারি মামলাতে নব নিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম রয়েছে। খুন, খুনের চেষ্টা, চুরি, যৌন নিগ্রহ, বেআইনি অস্ত্র রাখার আইন সহ একাধিক মামলা উপভোগ করেছেন তিনি। অমিত শাহের ডেপুটি কোন কোন ধারায় অভিযুক্ত তাও বিস্তারিত লেখেন কুণাল।
Amazing! New MOS HOME is enjoying 13 criminal cases incldng murder, atmpt 2 murder, theft, molestation, chting, hldng prohibitory arms U/S 302/307/324/326/327/379/380/353/354/332/406/420/411/427/447/ 448/457/461/506/147/148/149/186/188/120B of the IPC and 25(1)(A)/35 of Arms Act.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 8, 2021
তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের ট্যুইট নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়েই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তাঁর অভিযোগ, লোকসভার ওয়েবসাইটে নিশীথ জানিয়েছেন তিনি স্নাতক, আবার নির্বাচনের আগে হলফনামায় তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা লিখেছেন মাধ্যমিক পাশ।
আর এই অভিযোগের রেশ কাটতে না কাটতেই কুণালের ট্যুইট বাণ। বিজেপির তরফে এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও প্রতিমন্ত্রী করা হয়েছে।
Comments are closed.