মহারাষ্ট্রে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই নিয়ে বিতর্কের মধ্যে দুপুরে খোলা জায়গায় মিটিং, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করলো মহারাষ্ট্র সরকার। বুধবার মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা জায়গায় কোনও রকম সমাবেশ করা যাবে না। নিষেধ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
গত রবিবার নভি মুম্বইয়ের একটি মাঠে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ আরও অনেকে। এই অনুষ্ঠানেই হিটস্ট্রোকে মৃত্যু হয় ১৩ জনের। অনেকে হাসপাতালে ভর্তি। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকারের বলে জানানো হয় মুখ্যমন্ত্রীর তরফে।
উল্লেখ্য, দেশের ৯ টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে মহারাষ্ট্রও। মৌসম ভবন জানিয়েছে, আগমী কয়েকদিনে মহারাষ্ট্রের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর থাকবে। এই অবস্থায় সরকারের এই নির্দেশিকায় খুশি মহারাষ্ট্রের সাধারণ মানুষের।
Comments are closed.