তালেবানদের হাইস্কুল ডিগ্রিও নেই, আজ থেকে মুল্যহীন উচ্চশিক্ষা, সরকার গঠনের পর নির্দেশ আফগান শিক্ষামন্ত্রীর
আজ পিএইচডি, মাস্টারস ডিগ্রির কোনও মূল্য নেই, যে মোল্লা এবং তালেবানরা ক্ষমতায় আছে, তাদের পিএইচডি, মাস্টারস ডিগ্রি এমনকি হাইস্কুল ডিগ্রি নেই, কিন্তু তাঁরাই এখন সর্বশ্রেষ্ট। এমনই মত আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রীর। সাংবাদিকদের সামনে তালিবান শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নুরুল্লা মুনিরকে শিক্ষা নিয়ে এমন বলতে শোনা গেছে। একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এরপর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও।
This is the Minister of Higher Education of the Taliban — says No Phd degree, master's degree is valuable today. You see that the Mullahs & Taliban that are in the power, have no Phd, MA or even a high school degree, but are the greatest of all. pic.twitter.com/gr3UqOCX1b
— Said Sulaiman Ashna (@sashna111) September 7, 2021
তালিবানরা আফগানিস্তান দখলে আনার পরেই এক মাসের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করেছে। মঙ্গলবার নতুন তালিবান সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মহম্মদ হাসান আখুন্দ। এছাড়া উপ প্রধানমন্ত্রী হয়েছেন বরাদর। ৩৩ মন্ত্রিসভার হক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হক্কানি হয়েছেন কার্যনির্বাহী অভ্যন্তরীণ মন্ত্রী। জাতিসংঘের ঘোষিত জঙ্গি সিরাজুদ্দিন হক্কানিকে জায়গা দেওয়া হয়েছে নতুন মন্ত্রিসভায়।
১৫ অগাস্ট ক্ষমতায় ফিরেই তালেবান সুপ্রিমো হাইবাতুল্লাহ আখুন্দজাদা জানিয়েছিলেন, “ভবিষ্যতে আফগানিস্তান পবিত্র শরিয়তের আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে,”।
Comments are closed.