বালেশ্বর রেল দুর্ঘটনার কেটে গিয়েছে এক সপ্তাহ। সিবিআই তদন্ত শুরু করেছে। এর মধ্যেই চুড়ান্ত ভোগান্তি শুরু হয়েছে বাহানগা বাজার স্টেশন এলাকার স্থানীয়দের। কারণ, তদন্তের আওতায় রয়েছে স্টেশনটি। তাই যতদিন তদন্ত চলবে, ততদিন স্টেশনের কোনও কিছুকেই ছোঁয়া যাবে না। দাঁড়াবে না কোনও ট্রেনও। এর জেরে ওই স্টেশনে রোজ যে সমস্ত যাত্রীরা ওঠানামা করে তারা চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছে।
কবে তদন্ত শেষ হবে তার কোনও পূর্বাভাস এখনও কেন্দ্রীয় এজেন্সি দিতে পারেনি। ফলে স্টেশন ব্যবহার নিয়েও রেলের তরফে নির্দিষ্ট কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আর এ নিয়ে ওই অঞ্চলের স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছে। তবে রেলের আধিকারিকদের দাবি, স্টেশন থেকে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য, প্রমাণ সংগ্রহ করা হয়ে গেলে সিবিআইয়ের সঙ্গে আলোচনা করে স্টেশন খুলে দেওয়া হবে। এর জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
গত ২ জুন করমণ্ডল এক্সপ্রেস সহ দুটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় করমণ্ডল এক্সপ্রেস। রেলের দাবি এখনও পর্যন্ত এই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার দু’দিন পরে ৪ জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছে রেল বোর্ড। সেই মতো সিবিআই তদন্ত শুরু করেছে।
Comments are closed.