কলকাতা পুরভোটেও কি মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী? বিজেপির দাবি ঘিরে এমনই জল্পনা দানা বেঁধেছিল। যদিও জল্পনা উড়িয়ে এদিন রাজ্য পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনে একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে জানানো হয়েছে, কলকাতা পুরভোটে নিরাপত্তার জন্য ৩৭ হাজার পুলিশ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ৩৭ হাজার পুলিশের মধ্যে ৩০ হাজার কলকাতা পুলিশ এবং ৭ হাজার রাজ্য পুলিশ মোতায়েন থাকবে কলকাতা পুরভোটে। সেই সঙ্গে পুরভোটের কাজে কোনও সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা হবে না বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, পুরভোটের নিরাপত্তা নিয়ে সোমবার রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক হওয়ার কথা।
উল্লেখ, কয়েকদিন আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর দাবি তোলা হয় রাজ্য বিজেপির তরফে। এই নিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন বিজেপির একটি প্রতিনিধি দল। সম্প্রতি একই আবেদনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে গেরুয়া শিবির। এই আবহে রাজ্য পুলিশের রিপোর্টের জেরে ওয়াকিবহালের একাংশের মত আগের মতোই রাজ্য পুলিশ দিয়েই হতে পারে কলকাতা পুরভোট।
Comments are closed.