এবার বাংলা সহায়তা কেন্দ্র থেকেই মিলবে আধার সংক্রান্ত পরিষেবা; বড় ঘোষণা রাজ্যের 

এবার আধার সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রথমে নির্দিষ্ট কিছু বাংলা সহায়তা কেন্দ্রে পাইলট প্রজেক্ট হিসেবে এই পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। পরে রাজ্যের সবকটি বাংলা সহায়তা কেন্দ্র থেকেই এই পরিষেবা মিলবে বলে খবর। 

বর্তমানে রাজ্যে মোট ৩ হাজার বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। পুরসভা, ব্লক অফিস, জেলা সদর, মহকুমা সদরগুলোতে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই ৩ হাজার কেন্দ্রের মধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে এক হাজার কেন্দ্রকে বেছে নেওয়া হবে। যদিও কোন কোন কেন্দ্র থেকে এখন পরিষেবা মিলবে সে নিয়ে স্পষ্ট কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। 

প্রসঙ্গত, এখন সরকারি পরিষেবার সিংহভাগই হয় অনলাইনে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে ক্যাফের সুবিধাও নেই। এরকম একাধিক সমস্যার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বাংলা সহায়তা কেন্দ্র শুরু হয়েছিল রাজ্যে। এবার তাতে আধার পরিষেবা মিললে উপকৃত হবেন সাধারণ মানুষও।  

Comments are closed.