এ রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন। বুধবার এক ৭ বছরের শিশুর শরীরে মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৭ বছরের শিশুটির বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আক্রান্ত শিশু এবং তার পরিবারকে আইসোলেশন রাখা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই আবুধাবি থেকে ওই শিশুর পরিবার দেশে ফিরেছে। প্রথমে তাঁরা হায়দ্রাবাদ বিমান বন্দরে নামে। সেখান থেকে মুর্শিদাবাদ পৌঁছায়। ওমিক্রন আক্রান্তের খবর ছাড়ানোর পর মুশির্দাবাদ জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও জেলা স্বাস্থ্য আধিকারিকের তরফে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
গোটা বিশ্ব করোনার এই নতুন রূপ নিয়ে চিন্তিত। ভারতেরও একাধিক রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শেষে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭। যার মধ্যে দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ জন এবং মহারাষ্ট্রে ৮ জন। সব মিলিয়ে মুর্শিবাদের এদিনের খবরে আতঙ্কের ছায়া রাজ্যে।
Comments are closed.