তিন মাসের ঈশানকে বাড়িতে রেখে সংসদে হাজির নুসরত জাহান! সুর চড়ালেন মোদী সরকারের নানান নীতির বিরুদ্ধে, ভাইরাল ভিডিও
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই সেখানে হাজির হতে দেখা গেল টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে। প্রসঙ্গত ব্যক্তিগত কারণে বাদল অধিবেশনে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। কিন্তু এবার সুযোগ মিলতেই মাত্র তিন মাসের সন্তানকে বাড়িতে রেখে সংসদে হাজির হলেন নুসরত জাহান। পাশাপাশি সক্রিয়ভাবে কেন্দ্রের বিরোধিতায় অংশগ্রহণ করতে দেখা গেছে তাকে।
প্রসঙ্গত এদিন সংসদে হাজির হয়ে কেন্দ্রের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে নুসরত জাহানকে। ইতিমধ্যেই পার্লামেন্টে নুসরতের ঝাঁঝালো বক্তব্য আলোড়ন ফেলেছে। বর্তমানে বিভিন্ন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ করার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে তার রীতিমত বিরোধিতা করতে দেখা গিয়েছে তৃণমূলকে। কারণ তারা মনে করছে এতে দেশের অর্থনীতি আরো দুর্বল হয়ে পড়বে। এদিন সেই বক্তব্যকেই মূলত তুলে ধরতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে।
এদিন সংসদে উপস্থিত হয়ে তিনি প্রশ্ন তুলেছেন কেন অলাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির বদলে লাভজনক সংস্থাগুলিকে বেসরকারী সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে সেই নিয়ে। পাশাপাশি এতে সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে সে কথাক জানিয়েছেন অভিনেত্রী।
বলাই বাহুল্য ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হলেও এদিন নুসরতের বক্তব্য শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়। অনেকেই মনে করছেন যেভাবে অভিনেত্রী সংসদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
Comments are closed.