মিঠাইয়ের আসতে চলেছে এক জমজমাট টুইস্ট! মোদক পরিবারের শত্রু ওমি আগারওয়ালকে মারার কারণে পুলিশ অফিসার সুদীপ্ত রায়ের হাতে গ্রেপ্তার হল সিড
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। শুধু জি বাংলার বললে ভুল হবে বাংলার অন্যতম সেরা ধারাবাহিক এটি। এবার এই ধারাবাহিকের গল্পে আসতে চলেছে একটি বড়সড় টুইস্ট। আজকে মারা যাবে, মোদক পরিবারের শত্রু ওমি আগারওয়াল। নিজেকেই নিজেই গুলি করে ফেলবে সে। সিদ্ধার্থের সাথে বেশ ভালই মারপিট এর সিন দেখানো হবে। সেই হাতাহাতির মধ্যেই ওমি নিজেকেই নিজে গুলি চালিয়ে দেবে। কিন্তু পুলিশকে দেখানো হবে না সেই সময়। অর্থাৎ পুলিশ জানবে না কি ঘটনা ঘটলো।
এই ঘটনা ঘটায় উপর মহলের নির্দেশে পুলিশ সুদীপ্ত রায় ও তার টিম কে পাঠানো হয় সিদ্ধার্তকে গ্রেফতার করতে। কিন্তু ঘটনাটি ঘটতে একেবারেই অন্য। এই মৃত্যু ঘটনায় পুলিশের অনুমান সিদ্ধার্থ নিজের রাগ বশে আনতে না পেরেই ওমির বন্দুক দিয়েই ওমিকে গুলি করে দেন। কিন্তু ঘটনাটি তো তা নয়। যদিও ধস্তাধস্তিতে কার হাতে এই গুলি চলেছে সেটা যেহেতু পুলিশ দেখেনি তাই মোদক পরিবারের কেউই পুলিশকে বুঝিয়ে উঠতে পারছিলেন না। ঘটনাটি একমাত্র দেখেছে মিঠাই, উদয় এবং শ্রী। কিন্তু তাদের কেউই ঘটনাটির সত্যতা প্রমাণ করতে পারছিল না।
তবে কি শেষ পর্যন্ত ওমি আগারওয়াল এর মৃত্যুর দায় সিদ্ধার্থকে জেলে যেতে হবে? যদিও ক্রিকেট দেখে এমনটাই আশঙ্কা করছেন মিঠাই ভক্তরা। তাহলে থানা পুলিশের টাকাটা নিয়ে জেরে আদালতেও যেতে হবে সিডকে। তবে আদালতে কিভাবে প্রমাণ হবে যে সিদ্ধান্ত নির্দোষ? বা সিদ্ধার্থ যে নির্দোষ সে কথা মিঠাই কিভাবে প্রমাণ করবে? যদিও গল্পের লেখিকা জানবেন তিনি জানতে চলেছেন। দেখা যাক পরবর্তী কালে কি অপেক্ষা করে আছে মিঠাই ভক্তদের জন্য।
Comments are closed.