আফগানিস্তানে সরকার গড়ার পথে তালিবান। সোমবার তালিবান মুখপাত্র জাহিবুল্লা মুজাহিদ জানিয়েছেন, সরকার গড়ার সমস্ত প্রক্রিয়া শেষ। ইতিমধ্যেই তালিবান শীর্ষ নেতৃত্ব কাবুলে এসে পৌঁছেছেন। আর এই আবহে আফগানিস্তান নিয়ে একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাস ভবনে এই বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ সেনার শীর্ষ কর্তা জেনারেল বিপিন রওয়াত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
কাবুল দখলের পর তালিবানের তরফে বন্ধুত্বের বার্তা থাকলেও সাম্প্রতিক সময়ে কাশ্মীর নিয়ে করা মন্তব্যকে ভালো ভাবে নিচ্ছে না নয়া দিল্লি। তালিবান মুখপাত্র জানিয়েছেন কাশ্মীরি মুসলিমদের নিয়ে তাঁদের কথা বলার অধিকার রয়েছে। এদিকে সোমবারই তালিবান দাবি করেছে, পঞ্জশির দখল করতে সফল হয়েছে তারা। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মতো ওয়াকিবহাল মহলের।
বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে ভারতের বিনিয়োগ, তালিবান শাসনে সন্ত্রাসবাদী কার্যকলাপের গতিবিধি, সেদেশে আটক ভারতীয়দের ফিরিয়ে আনা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে পারে।
উল্লেখ্য সরকার গঠনের অনুষ্ঠানে তালিবান পাকিস্তান, রাশিয়া, চীন, ইরানের মতো মিত্র দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। তালিকায় নাম নেই ভারতের।
Comments are closed.