১৪ ফেব্রুয়ারি ‘ব্ল্যাক ডে’, শহিদ জওয়ানদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৪ ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে ব্ল্যাক ডে। চার বছর আগে এই দিনেই পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ এর বেশি জওয়ান। আর এইদিনে শহিদদের উদ্দেশ্যে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লেখেন, আমাদের বীরদের স্মরণ করছি, যাঁদের আমরা এই দিনে পুলওয়ামা হামলায় হারিয়েছি। তাঁদের আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। শহিদদের সাহস আমাদেরকে শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।

 

সালটা ছিল ২০১৯। ১৪ ফেব্রুয়ারি যখন ভালোবাসার দিন পালন করছে দেশবাসী, তখন পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলা চালায় পুলওয়ামায়। সেন জওয়ানদের কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৪০ জনের বেশি জওয়ান। এই দিনকে  ‘ব্ল্যাক ডে’ হিসেবে ঘোষণা করা হয়। এই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে বিমান হামলা চালায় ভারত। এই ঘটনার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকে।

 

Comments are closed.