রবিবার পৌষ সংক্রান্তিতে উষ্ণ মকর স্নান, বাড়লো তাপমাত্রার পারদ

রবিবার পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির আগে তাপমাত্রা বেড়ে গেল অনেকটা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা  ২৫.৭ ডিগ্রি। তবে সামনের সপ্তাহ থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। সোমবার থেকে পরিস্থিতি বদল হতে পারে। তাপমাত্রা কমতে পারে। শুক্রবার জেলাগুলিতেও খানিকটা বেড়েছে তাপমাত্রার পারদ। তবে আগামী সপ্তাহ থেকে জেলাগুলিতেও পারদ পতন হবে। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বীরভূমের শ্রীনিকেতনে ছিল ৭.৮ ডিগ্রি।

উত্তরবঙ্গে বাগডোগরা, কোচবিহারের মতন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে ছিল। অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পানাগড়, বাঁকুড়া, বহরমপুর, কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রাও ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুই ২৪ পরগনা আর মেদনীপুরে আগামী ২৪ ঘণ্টায় একটু ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।

কয়েকদিন আগে তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১০ ডিগ্রিতে। এরপর ধীরে ধীরে উর্দ্ধমুখী হয় তাপমাত্রার পারদ। তবে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে তাপমাত্রার পারদ। তবে আগামী সপ্তাহেই তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 

Comments are closed.