সোমবার শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল রয়েছে। এরফলে সপ্তাহের প্রথম দিন চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনে সোমবার ও মঙ্গলবার আপ ও ডাউন মিলিয়ে ১০০ টির মতন ট্রেন বাতিল রয়েছে। মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এরমধ্যে ট্রেন বাতিলের সিদ্ধান্তে চিন্তায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। যদিও পুর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবারের আগে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। নৈহাটি ও হালিশহরের মধ্যে নন ইন্টারলকিং-এর কাজের জন্য শুধু লোকাল ট্রেন নয়, বাতিল করা হয়েছে দূরপাল্লারও বেশকিছু ট্রেন। বেশকিছু ট্রেনের ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেল সূত্রের খবর অনুযায়ী, সোমবার আপ লাইনে বাতিল করা হয়েছে ২৩ টি ট্রেন। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে রানাঘাট, নৈহাটি, কল্যানী সীমান্ত, কৃষ্ণনগর, নৈহাটি, বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেল যাওয়ার অনেক লোকাল ট্রেন। ডাউন লাইনে বাতিল রয়েছে ২২ টি ট্রেন।
মঙ্গলবারও শিয়ালদহ ডিভিশনের আপ লাইনে যে ২৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে ডাউন লাইনে ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, নন-ইন্টারলকিংয়ের কাজ সম্পূর্ণ হলে লাইনের ট্রেনের সংখ্যা অন্তত ২৫ শতাংশ বাড়বে।
Comments are closed.